বন্ধ চা বাগানের কবিতা
ও কে অপেক্ষায় আছে ?
অভাবের দেশে,নুড়ি পাথরের দেশে
যার চোখে জল আনে টিয়ার গ্যাস
যাকে বিদ্রোহী বানিয়েছে
বাগানের গেটে শেকল জড়ানো একটা লোহার তালা
ইউনিয়ন
মালিক পক্ষ
সরকারের লোকজন উপেক্ষা করে
তালা ঝোলা গেটের সামনে আস্তানা গেড়েছে মানুষ,
মজবুত মানুষ
তুমি আর ওদের ফেরাতে পারবে না
ওই
বাচ্চারা কেঁদে উঠল আবার
একটা তারা টুপ করে খসে পড়ল
কুয়োর জলে ডুবে গেল বালতি
তোমরা দেখতে পাচ্ছো না,
পাহাড়ে,প্রান্তরে,সংসারে
মানুষ শেষ হয়ে যাচ্ছে কেটে রাখা গাছের মতন,দেখতে চাইছো না ।
0 Comments