বুকের ভেতর যে চা-দোকান
দোকানির গেঞ্জিতে চে’র মুখ আঁকা
ছাল ওঠা কেটলি ফেটে তুলো উড়ে উড়ে যায়
কড়া পড়া হাত এগিয়ে দেয় কৃষ্ণগহ্বর
ধোঁয়াময় ভাঁড় পড়ে থাকে অনাদরে
এখানে দাম মিটিয়ে উঠে যায় সবাই।
চা দোকানের এমনই কোন এক বেঞ্চে-
তোমার নাম লিখে আসে কিশোর কবি।
স্বর্ণ রেখায় খোদাই করা আত্মরতি
একপ্রস্থ পাথর দিয়ে গ্রন্থিত জলোছ্বাস
যারা হেরে যাওয়া প্রেমিক-
তাদের কাছে চে দাম নেন না
0 Comments