বুকের ভেতর যে চা-দোকান

স্নেহাশিস ব্যানার্জ্জী on

দোকানির গেঞ্জিতে চে’র মুখ আঁকা 
ছাল ওঠা কেটলি ফেটে তুলো উড়ে উড়ে যায়
কড়া পড়া হাত এগিয়ে দেয় কৃষ্ণগহ্বর
ধোঁয়াময় ভাঁড় পড়ে থাকে অনাদরে
এখানে দাম মিটিয়ে উঠে যায় সবাই।
চা দোকানের এমনই কোন এক বেঞ্চে- 
তোমার নাম লিখে আসে কিশোর কবি।
স্বর্ণ রেখায় খোদাই করা আত্মরতি
একপ্রস্থ পাথর দিয়ে গ্রন্থিত জলোছ্বাস
যারা হেরে যাওয়া প্রেমিক-
তাদের কাছে চে দাম নেন না


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


স্নেহাশিস ব্যানার্জ্জী

জন্ম ১৯৯১ সালের নভেম্বর মাস, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপী গ্রামে । বাবা- শ্রী শ্যামাশিস ব্যানার্জ্জী, মা- শ্রীমতী মায়া ব্যানার্জ্জী । শিক্ষা ও পেশা- গণিতে স্নাতক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । ঠিকানা- গ্রাম+পো- সরপী, জেলা- পশ্চিম বর্ধমান, পিন- ৭১৩৩৬৩ আত্মপ্রকাশ- মধ্যাহ্ন পত্রিকা কবিতা ছাড়া অন্য মাধ্যম- গল্প , গুটিকয় প্রবন্ধ আর নাটক । বই- মিছিলের শেষে দাঁড়িয়ে (২০১৭) । আগামী ত্রৈঋতুকের পক্ষ থেকে পেয়েছেন " তরুণ কবি সম্মাননা ২০১৬ " । প্রিয় কবি- জয় গোস্বামী । প্রিয় বই- ইস্পাত, কালপুরুষ । নিয়মিত লেখার কাগজ- অপদার্থের আদ্যক্ষর পত্রিকা, সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের বই।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।