মনের মুকুল
দু’ কাপ চায়ে হারিয়ে যাবো অন্য কোথা ।
সাগর জলে ডুবিয়ে দেবে বালিয়াড়ি,
ঘোর নিশীথে চাঁদটা এলে বলবো তোকে,
আয়না কাছে হোকনা ওরে ছেঁড়াশাড়ি।।
হা-ভাতের কি চাঁদ ওঠেনা ভাঙ্গা ঘরে!
দেখলে তোকে তখন দেখি চাঁদের জ্যোতি,
থাকনা ঘরে নোংরা কাঁথা মেঝেয় পাতা,
ধনী গরীব মনের রোগে একই গতি।।
নাই থাকনা দামী আতর বিদেশী বাস।
কাপটা নিয়ে বাসনা পাশে এই এখানে,
তোর গন্ধ আমার কাছে তোকে চেনায়,
গন্ধ কবে আটকে রাখে গোপন টানে?
বিজ্ঞাপনী চটকদারী বাবুর ঘরে।
আসল রূপে আসবো আমি হাসবো পাশে,
নাইবা হল নখের কোণে রংবাহারি,
মনটা যেন ঠিক সময়ে মুকুল ধরে।।
নিয়ন আলো কি আর হবে তুই থাকলে।
বেহায়া চাঁদ চালের ফাঁকে দিচ্ছে উঁকি,
দুটোর চেয়ে এক বালিশে হারাবো আজ,
দূরেই কেন আয়না কাছে চন্দ্রমুখী।।
0 Comments