টুকি

ডা. নীলাদ্রি বিশ্বাস on

শীতকালে মনে পড়ে
ঠাকুমার রান্না

পিঠে না পেলেই জুড়ি
অবিরাম কান্না ৷

পিঠেতে কত না স্বাদ
পেলে পাটিসাপটা

মনে মনে পাখা মেলি
ডানা দেয় ঝাপটা ৷

পিঠে পেটে উড়ে চলি
দেশে বা দেশান্তর

কত দেশে পিঠে নেই
দেখে কাঁদে অন্তর ৷

শীতে বুড়ি ঘর পোড়ে
গল্পের আঙ্গিনায়

নলেন খেজুর গুড়
মন তবু পিঠে চায় ৷

ছেলেবেলা ছেলেবেলা
একবার ফিরে আয়

টুকি দিয়ে দেখে যা না
দাদু খায় নাতিখায়

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: ছড়া

ডা. নীলাদ্রি বিশ্বাস

কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজের মেডিক্যাল স্নাতক , All India Institute of Hygiene and Public Health এর স্নাতোকত্তর । আবৃত্তি চর্চা আকৈশোর , দূরদর্শন ব্যক্তিত্ব ও কবি শ্রী পঙ্কজ সাহার পরিচালনায় Instiute Of Audio visual Culture এর মাঝে ,দীর্ঘ নিবিড় অনুশীলনে । আবৃত্তিতে পেয়েছেন শতাধিক পুরস্কার , ১৯৮২ তে স্বর্ণপদক । বহু অনুষ্ঠানে ও রবীন্দ্রসদনে আবৃত্তি পরিবেশনে আনন্দিত । ছড়ার দুটি বই প্রকাশিত , ফুসমন্তর ও চর্ব চোষ্য লেহ্য পেয় । বিভিন্ন পত্রিকায় ছড়া লিখে চলেছেন । চিকিৎসার বিভিন্ন বিষয়ে ও রবীন্দ্রসঙ্গীতের উপর প্রবন্ধ রচনা , বহু পত্রিকায় বেরিয়েছে । কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকেন্দ্র দক্ষিণীতে রবীন্দ্র সংগীতে ডিপ্লোমা অর্জন করেছেন । এখনো বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী রনো গুহঠাকুরতার কাছে নিয়মিত রবীন্দ্রসংগীতের তালিম নেন । পিতৃদেব বিশিষ্ট ব্যারিস্টার কবি শ্রী সুরেশচন্দ্র বিশ্বাস । বহু কাব্যগ্রন্হের প্রণেতা , বিশিষ্ট সংগীত শিল্পী আব্বাসউদ্দীনের কন্ঠে তার গান বিশেষ পরিচিতি পেয়েছে ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।