হাতেখড়ি
ভালো লাগার তেমন কিছু নেই
ঘুঘুর গায়ে দুপুর, জানালার কাছে ভাতের ঢেকুর
আর ঘুম-ঘুম ধূসর …
এখন আকাশ কালো হোক
সূর্যকে বোকা বানিয়ে –
উড়ন্ত ফড়িঙের সাথে গল্প
চোখে, মনের দর্শন অসম্ভব মেনে উদ্বাস্তু
এও এক ধরণের হাতেখড়ি
অক্ষর নেই, ভাষা নেই,
নেই ঠিক-ভুলের হিসাব
একটি শুরু, নিষ্পাপ …
0 Comments