স্মৃতি সাপেক্ষ

মন্টু কুম্ভকার on

শীতকাল বলেই বলছি না
ফাটা গোড়ালি অভ্যাসে দাঁড়িয়ে গেছে।
ধানের গাছির মত আমার শৈশব
নুয়ে পড়ে —
উড়তে থাকা সুখ, আবেগ নিমেষে কাটা পড়ে
গোড়ালির রহস্য এখানেই শুরু।

তবু আছে; সেখানে মাটির ভাব আছে
শক্ত হয়ে আসা কাদা পায়ের ছাপ আছে
দুপুর বেলার কাঁটা ছাড়া মাছের হাড়
আর উঠোনময় স্মৃতিচিহ্ন ভাব আছে।

মায়ের তুলসিতলা
প্রদীপের বাঁকা আলোতে খানিক উজ্জ্বল
হয়ে উঠতে দেখেছি তখন
শৈশব জুড়ে আমার বাঁকা পা টা মাথা গুঁজে
মরে।

স্মৃতি তোমার প্রতি কোন অভিযোগ নেই
মরা শৈশব ঘিরে তোমার ডান পাশের অন্ধকার
তুমি মুছে দিলেই পারতে।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


মন্টু কুম্ভকার

জন্ম ও বেড়ে ওঠা পুরুলিয়ার মানপুরে। বাংলা সাহিত্যে স্নাতক। বর্তমানে শ্রীমতি শিশু শিক্ষা নিকেতন নামে একটি স্কুলে শিক্ষকতা করেন। লেখালেখি করতে ভালবাসেন। এছাড়াও ছবি আঁকতে ও বাঁশি বাজাতে পছন্দ করেন। নাটমন্দির, জঙ্গল মহল ও অন্যান্য বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।