স্মৃতিচারণ
চারণিক পাখিরা ক্লান্ত হলে বাসায় ফিরে আসে
রেখে যাওযা় গত জন্মের- ভাষ্যপাঠ | তুলসী তলায়
সন্ধ্যা-প্রদীপ জ্বললে ধুযে় যায় সমস্ত বিষাদ,আর
কুশল প্রস্তাবে চোখে-মুখে জলপ্রপাত
ঝরণা হযে় বযে় যায়- আগত জন্মের দিকে |
জোনাকিরা আলোর সওদা মেলে দেয়-
শীতল পাটিতে , খোকা-খুকিরা পাঠে বসে |
অফুরন্ত ধান্য-স্বপ্নে কলরব নিকটবর্তী হলে-
জীবনের স্বাদ লেগে যায় প্রজাপতি ডানায়
কোন একদিন মানুষেরা পাখি ছিলো !
0 Comments