শৈশব
একটা পুরোনো রোদের ভাষা ক্রমাগত
বয়ে যাচ্ছে আমার চোখে হাতের আঙুলে,
তাকে লিখতে পাব না জেনেও কাটিয়ে দিচ্ছি দিন
ফেলে আসা রোদ্দুর, চেনা রাস্তাঘাট,
আবছায়া নদীর পাড়, ঘুম আর স্মৃতি বিস্মৃতির তোরঙ্গে শুয়ে থাকা পুরোনো গরম কাপড়ের
সাথে দমকে ওঠা আশ্চর্য হাসির গন্ধ ;
এই কাহিনীগুলোই ক্রমশঃ হেলে হেলে সরে যাচ্ছে দূরে….
এক অবিরাম অর্থহীন প্রলাপ ,
ওই দ্যাখো, ভ্যানগখের নক্ষত্রময় রাতের
আকাশের মতোই হারিয়ে যাচ্ছে আমার শৈশব…..
তুমি বারবার যাকে অলীক বলছো
আমি তাকে বিষাদ জেনেও আঁকড়ে রেখেছি সন্তর্পণে,
সেই বিষাদই আলো হয়ে ঝরে….
0 Comments