শৈশব জীবনের একটা ছোট্ট শহর

পবন বর্মন on

জন্মের নিঃশ্বাস ও বিরতির ভাঁজে
লুকিয়ে থাকে শৈশব ,
শৈশব জীবনের একটা ছোট্ট শহর
যেখানে ঈশ্বর থাকে ।

ঈশ্বর যে কোন মায়ের কাছে প্রাক্তন ,
কিন্তু শৈশবের পাশে শৈশব এক ঈশ্বর !
কতগুলো ফুল ফুটে ওঠে শৈশবের মনের দরজায়
কতগুলো চাহিদা প্রকাশ পায় শৈশবের প্রকৃত ঠোঁটে ,
একটা সম্পর্কের আঁতুড়ঘর ফুটে ওঠে
তাই শৈশব হয়ে ওঠে ঈশ্বরের ভাণ্ডার ।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


পবন বর্মন

১৯৯৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রজরা গ্রামে । ২০১৬ সালে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে বাংলা স্নাতক । বর্তমানে কামারতোর প্রাথমিক বিদ্যালয়ের একজন সহ শিক্ষক পদে নিযুক্ত । কবি চাকরি ও পড়াশোনার ফাঁকে গ্রামের ধুলোবালি মেখে , নিজস্ব ভাবনায় ফুটিয়ে তুলেছেন নানান কবিতা । ২০১৬ তে প্রায় শেষের দিকে নানান ছোট পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে জড়িয়ে গেছেন নিজস্ব লেখায় । ২০১৮-তে কবি সাহস দেখিয়েছেন কবিতার করিডোরে । প্রকাশিত কবির কিছু কবিতার বই - "স্পর্শে কাতর" (ঋতভাষ), "ভাঙা অ্যালবাম" (কর্পোরেট) ও "জন্ম পথের পরিচয়" (বাতায়ন) ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।