শৈশব জীবনের একটা ছোট্ট শহর
জন্মের নিঃশ্বাস ও বিরতির ভাঁজে
লুকিয়ে থাকে শৈশব ,
শৈশব জীবনের একটা ছোট্ট শহর
যেখানে ঈশ্বর থাকে ।
ঈশ্বর যে কোন মায়ের কাছে প্রাক্তন ,
কিন্তু শৈশবের পাশে শৈশব এক ঈশ্বর !
কতগুলো ফুল ফুটে ওঠে শৈশবের মনের দরজায়
কতগুলো চাহিদা প্রকাশ পায় শৈশবের প্রকৃত ঠোঁটে ,
একটা সম্পর্কের আঁতুড়ঘর ফুটে ওঠে
তাই শৈশব হয়ে ওঠে ঈশ্বরের ভাণ্ডার ।
0 Comments