শিশু
![](https://www.dakshinerjanala.com/wp-content/uploads/2019/02/shishu-1-600x315.jpg)
শৈশবের মাঠে অবিনস্ত্য দৌড়, বর্ষায় পুঁটি মাছ ধরার খেলা
উপরে যতটা আকাশ ছিল তার চেয়েও বেশি ছোটবেলা –
থেকে আজ অনেক দূরে, জীবনের অন্য কূলে, ইচ্ছে-কামড়
দিয়ে দেখছি, আলপথ, রাজপথের রূপ নিয়ে লাস্যময়ী চামর –
দুলিয়ে এগোয়, আর একটু-একটু করে বাড়ে শহুরে হৃদয়
সভ্যতার ঝাঁকুনিতে খুলে গেছে শরীর থেকে মাটির সঞ্চয়
ফেরা হবে না, বলো! হাতের আঙুল থেকে মুক্ত কিশোর-গন্ধ
সব জেনে বুঝে নিজের কাছে কুন্ঠিত হয়ে বড়ো বেবাক অন্ধ
বয়সের কাছে ছুরি রাখি কোনোদিন খণ্ডিত হই, অসংখ্য ক্ষত
স্পর্শে যে উষ্ণতা থাকে সেকী আশ্চর্য আমার মায়ের মতো!
0 Comments