রুমালচুরির দিন

বাপ্পা মালী on

সেদিন প্রথম ক্লাসের দ্বিতীয় বেঞ্চের কোণায় আমি,
মা তখন স্কুলের পেছন দরজা দিয়ে পালিয়ে এসেছিল।
কান্না থামাতে দিদিমনির কাছে প্রাপ্য পঁচিশ পয়সার চকোলেট।
সব আবছায়া দিন গোনে।
স্লেট-পেনসিল, ভেজা ন্যাকড়া, মুহূর্তে উবে যাওয়া জলের পোকা।
টিফিনের লম্বা লাইন
বিড়বিড় করা ভুল “জনগণ”
আবছায়ারা আজও দিন গোনে।
মুখ ভার করা কুমিরের জলে নেমে রুমালচুরি —
পাঁচটাকার টোকন আর ফুর্তিতে স্কুল পালানো।
এখনো বন্ধুত্বরা দরজায় কড়া নাড়ে।
কিন্তু মায়ের পেছন দরজার পালানো নেই,
আজও সেই ফটফটে রুমাল আমার পকেটে , কিন্তু তা চুরি যাবার ভয় নেই।
আর কুমির তো —
শীতের রোদে শুয়েছে বসন্ত গুনবে বলে,
সে তোমার ডাঙায় এসে মিশবে কেন?
সব আবছায়া এখনো গোল্লাছুটের দিন গোনে।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


বাপ্পা মালী

জন্ম-১৯ শে এপ্রিল,১৯৯৭ স্থান- বিনশিরা,তিওড়,হিলি,দঃদিনাজপুর । ইংরেজীতে স্নাতক। বর্তমানে স্নাতোকত্তর করছেন । অল্প-সল্প লেখা,নাটক,বই নিয়ে থাকতে পছন্দ করেন । ইচ্ছে হলে একা একা গান করেন, যদিও ইচ্ছেটা তার সারাক্ষনই হয় । 'আত্রেয়ীর পাড়া', 'কবিতা জগৎ'-এ লিখেছেন ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।