মৃত্যু ভয়
আনন্দধারা ঝরে হাসির বার্তা নিয়ে,
কত স্তব্ধ মুহূর্ত এলো সন্ধ্যা ঘনিয়ে।
জীবন্ত সব ছবি ছবি অ্যালবাম জুড়ে,
বাতাস কম্পমান বেদনার সুরে সুরে।
হাসি খুশি এলোমেলো আবছা মুহূর্ত কথা,
ফ্যাকাসে মুখে দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় ব্যথা।
জীবন স্রোতে এলোমেলো স্মৃতির ভিড়,
বার্ধক্য জমানো শেষ প্রানবায়ু অস্থির।
ভয়ের আড়ালে সাহসে ঘুন ধরে যায়,
নিথর দেহের হাতছানি শুধু কুঁড়ে খায়।
চঞ্চল জীবন ঘিরে মায়ার আবরণ,
মৃত্যু ভয়ে আতঙ্কিত সাদা কাফন।
0 Comments