ভয় যাপন

বাপ্পা মালী on

জানালা দিয়ে সাত সমুদ্র দেখতে পাই
মনে হয় দেওয়াল ফেটে ঢুকে পড়বে এক তালার ঘরে।
মা’কে উনুনে ভাত রাঁধতে দেখলে ভয় হয়,
অগ্নুৎপাত হবে হয়তো,
নাকি সুপ্ত আগ্নেয়গিরি এটা?
মাতৃ মডিসিনের স্বর্গরথ,
কেমন যেন কানের কাছে ডাক দেয়।
আচ্ছা, আমার ডান কানে কেউ হ্যামলেট যন্ত্রনা দেবে না তো!
বাবাকে যদি সদাগরের মতো দেখায় তবে।
আজ কাল কবিতা যাপনের ভয় হয়,
পাশের বাড়ির মৃত্যু হবে না তো?

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

বাপ্পা মালী

জন্ম-১৯ শে এপ্রিল,১৯৯৭ স্থান- বিনশিরা,তিওড়,হিলি,দঃদিনাজপুর । ইংরেজীতে স্নাতক। বর্তমানে স্নাতোকত্তর করছেন । অল্প-সল্প লেখা,নাটক,বই নিয়ে থাকতে পছন্দ করেন । ইচ্ছে হলে একা একা গান করেন, যদিও ইচ্ছেটা তার সারাক্ষনই হয় । 'আত্রেয়ীর পাড়া', 'কবিতা জগৎ'-এ লিখেছেন ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।