রাষ্ট্রকে লেখা খোলা চিঠি

নীপবীথি ভৌমিক on

এই যে ঘর পোড়া আগুন ছেয়ে আছেনা আপনার শহরে, এই যে মানুষ পোড়া গন্ধ !

এ সব আমার ঘর। আমার বাড়ি
আমার রক্ত – স্বজন।

বড্ড বেশি গন্ধ লাগছে বলুন
আপনার ওই নাসিকা গহ্বরে? অথচ দেখুন
রুমাল চাপার ভান করে ফুলের জলসায় রাখেন
নীরব স্নান।

একটা কাগজ চেয়েছিলেন আপনি।
প্রমাণ সহ দেশ – নাগরিকের।

আমি দেখাব না ঠিক করেছি। আমার

নেই কোনো শাসক আইন মানা কাগজ !
আমি বে- নাগরিক তাই আমি, আপনার রাষ্ট্র নিয়মে।
অথচ মহামান্য রাষ্ট্র, তোমাকে এ রাষ্ট্রের রাজা
বানিয়ে ছিল কারা?
উত্তর কি রাখতে পারেন আপনি, আমাদের
প্রশ্ন ছুঁয়ে?

বন্দি করেন কারাগারে,
জ্বালিয়ে দেন, দেশদ্রোহী বলে। অথচ দেশদ্রোহীর রাজা সেই আপনিই। বে- নাগরিক কাগজে !


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


নীপবীথি ভৌমিক

সাহিত্যের আবহাওয়া সমৃদ্ধ পরিবেশে জন্ম‌ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। লেখা লেখির অভ্যাস ছোট থেকে। বাবাকে দেখেই অনুপ্রাণিত হওয়া। প্রথম প্রকাশিত লেখা যুগ সাগ্নিক পত্রিকা। লিখে থাকেন মাসিক কৃত্তিবাস, লংজার্নি পত্রিকা এছাড়া ভারত, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায়।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।