ফেক স্বপ্ন

সৌরভ বর্ধন on

উলঙ্গ সিংহের ঝুড়ি নেমে আসছে
লক্ষ মানুষের চিৎকারে,
উল্লাসে গর্জন কীভাবে করতে হয়
ভুলে গিয়ে দাঁতাল হাতি
আত্মহত্যার ঢঙ্ সেজে বসেছে কপালে।

আমাকে মর্জির থেকে ছিনিয়ে নিলো
একটা কসরত, একটা উল্লম্ফন আমাকে
সোজা গিঁথে দিলো নায়কসভার আসনে।

দিনভর কলোজিয়ামের এই স্বপ্ন
দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি,
আমার ভেকস্তূতি ছাপিয়ে যায় শিরীষ চুল,
আলকাতরার শ্বাস নিতে ঘরে ফেরে জঙ্গল।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সৌরভ বর্ধন

কবিতা ও গদ্য লেখক। নদীয়া জেলার শান্তিপুরে ৯ই সেপ্টেম্বর ১৯৯৪ খ্রীষ্টাব্দে জন্ম। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালিখি করছেন নিয়মিত। প্রকাশিত কবিতার বই 'নিজস্ব প্রতিবেদন', 'জলবিভাজিকা', 'স্তন ও হৃৎপিণ্ড' ও 'প্রসূতিকালীন পাঠ'।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।